মোহাম্মদ জসিম উদ্দীন

অধ্যক্ষের বাণী

বিছমিল্লাহির রহমানির রহিম

নাহমাদুহু ওয়ানুছল্লি আলা রাসূলিহিল কারিম আম্মাবাদ।

নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসুলিহিল কারিম। আম্মা বা’দ। রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন “ প্রত্যেক মুমিন নর-নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ”। রসুলুল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই বাণীর আলোকে বলা হয়েছে ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড’ । বিশেষত ধর্মীয় শিক্ষা অর্জন মুসলমানদের জন্য অতীব জরুরী।

আর এই প্রয়োজনীয়তা উপলব্ধি করে ১৯৬৮ সনে ঢাকার মোহাম্মদপুরে কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন হুজুর কিবলা, গাউসে জামান, আলে রাসুল (দ.), হাফেজ, ক্বারী আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ রাহ.। হুজুর কিবলার দূরদৃষ্টি সম্পন্ন সেই চিন্তার ফসল এই মাদ্রসা প্রতিষ্ঠার পর হতে অদ্যাবধি দ্বীন ও মাযহাব-মিল্লাতের খিদমাতে সদা নিয়োজিত আছে। গৌরবোজ্জল ইতহাসের ধারক এই মাদ্রাসা, পড়তে আসা হাজারো শিক্ষার্থীর জন্য এক আস্থার ঠিকানায় পরিণত হয়েছে। হাজারো ছাত্রের কলতানে মুখরিত এই প্রতিষ্ঠানকে প্রতিনিয়ত পরিশিলিত ও গতিশীল করতে পরিশ্রম করছেন এক ঝাঁক মেধাবী, যোগ্য ও দক্ষ শিক্ষক মন্ডলী।

চমৎকার সুযোগ-সুবিধা সম্পন্ন এই প্রতিষ্ঠানটি রাজধানীর বুকে মোহাম্মদপুরে এক একরেরও বেশি জায়গা নিয়ে মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত। গভর্নিংবডির সার্বিক তত্ত্বাবধান, শিক্ষকদের পরিশ্রম সব মিলিয়ে প্রতিষ্ঠানের কার্যক্রমকে করেছে অধিকতর গতিশীল। দীর্ঘ এই চলার পথে যাঁদের ত্যাগ, পরিশ্রম ও অবদান রয়েছে আমি সকলের সেই অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং যারা খিদমাত করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের মাগফিরাত ও রাফায়ে দারাজাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি। মাদ্রাসা সংশ্লিষ্ট সকলের সার্বিক কল্যাণ ও সফলতা কামনা করি। আমীন, বেহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন (দ.)।