মুহাম্মদ আলহাজ নুরুল ইসলাম রতন

চেয়্যারমেনের বাণী

বিছমিল্লাহির রহমানির রহিম

মেধা ও প্রতিভা নিয়ে পৃথিবীতে মানুষ জন্মালেও অনুকূল পরিবেশ ও যথাযথ শিক্ষার আলো না পেলে মেধা ও প্রতিভার বিকাশ ঘটে না। জন্ম নিলেই মানুষ মানুষ হয় না, মনুষ্যত্ব দিয়ে তাকে মানুষ বানাতে হয়। পিতামাতা সন্তানের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষক এবং পরিবার হলো সবচেয়ে বড় বিদ্যাপিঠ। কিন্তু মেধা ও প্রতিভার সঠিক বিকাশ হয় শিক্ষা প্রতিষ্ঠানে আর সেই মেধা বিকাশের কারিগর হলেন শিক্ষক। শিক্ষা-প্রতিষ্ঠানে জ্ঞান-বিজ্ঞান, সংস্কৃতি ও ইতিহাস চর্চার কল্যাণেই মনুষ্যত্ব ও মেধার সম্প্রসারণ ঘটে।

আর সেটি যদি আধুনিক শিক্ষার সমন্বয়ে ধর্মীয় শিক্ষা হয় তবে কোন কথায় নেই। ঠিক তেমনি ধর্মীয় শিক্ষার সাথে সাধারণ শিক্ষার যৌথ সমন্বয়ে আধুনিক ও বহুমুখি শিক্ষা প্রতিষ্ঠান হল কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসা। বাংলাদেশে ধর্মীয় শিক্ষার প্রচার-প্রসারে যে কয়টি প্রতিষ্ঠান সামনে থেকে বিগত অর্ধশতাব্দি ধরে নেতৃত্ব দিয়ে আসছে তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ও বহুল পরিচিত প্রতিষ্ঠান হলো আমাদের এই মাদ্রাসা।

মানসম্পন্ন শিক্ষকমণ্ডলি, আধুনিক পাঠদান প্রক্রিয়া, হালনাগাদ সিলেবাস, চমৎকার ব্যবস্থাপনা ও মনোরম পরিবেশ সব মিলিয়ে এটি শিক্ষার্থীদের জন্য আকাঙ্খিত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমি এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, কর্মচারিসহ সকলের আন্তরিক প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। মাদ্রাসার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, মহান আল্লাহর নিকট এই কামনা করি।