ব্যবস্থাপনায়ঃ আনজুমান -এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ঢাকা । (Madrasa Code: 11054 Madrasa EIIN: 108244)
৯/২ এ মাদ্রাসা রোড, জয়েন্ট কোয়াটার, বক্ল এফ, মোহাম্মদপুর, ঢাকা। ফোনঃ ০২-৯১৬৮৬৩, ইমেইলঃ quaderiamadrasah@gmil.com
দ্বীনি শিক্ষা, ইতিহাস-ঐতিহ্য, যুগোযোগী আধুনিক জ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে যথার্থ শিক্ষাদানের মাধ্যমে আদর্শবান দেশ প্রেমিক জাতি গঠন, সুনাগরিক হিসেবে গড়ে তোলা উপরন্তু আল্লাহ এবং তাঁর প্রিয় হাবীব (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)’র সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে ১৯৬৮ সালে হযরত সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ অত্র মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। বর্তমানে এর পৃষ্ঠপোষকতা করছেন প্রতিষ্ঠাতার সুযোগ্য দুই সন্তান সৈয়দ মুহাম্মদ তাহের শাহ ও সৈয়দ মুহাম্মদ সাবির শাহ।
অবস্থান: জয়েন্ট কোয়ার্টার, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ
ধরন:কামিল মাদ্রাসা
প্রতিষ্ঠাকাল: ১৯৬৮ সাল
প্রতিষ্ঠাতা: হযরত সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.)
অধ্যক্ষ: মাওলানা হাফেজ কাজী মুহাম্মদ আবদুল আলিম রিজভী
ওয়েবসাইট http://quaderiamadrasha.org
কৃতিত্ব ও ফলাফল:
এই মাদ্রাসা প্রতি বছর মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে ইবতেদায়ী, জেডিসি, দাখিল ও আলিম পরীক্ষায় অংশ নিয়ে ঈর্ষণীয় ফলাফল করে আসছে।
অর্জন:
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ এ ঢাকা মহানগর থানা পর্যায়ে কাদেরিয়া তৈয়্যবিয়া আলিয়া কামিল মাদরাসা শ্রেষ্ঠ মাদরাসা, শ্রেষ্ঠ অধ্যক্ষ অত্র মাদরাসার অধ্যক্ষ হাফেজ কাজী আবদুল আলিম রিজভী, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক জনাব মুহাম্মদ আখতার হোসাইন ও শ্রেষ্ঠ শিক্ষার্থী হাসান মুহাম্মদ শরফুদ্দিন নির্বাচিত হয়।
অবকাঠামো:
এই মাদরাসার ৪টি ভবন রয়েছে। মাদ্রাসার সম্মুখে একটি মাঠ রয়েছে।